লেখক - মাফুজুর রহমান সাহান।
বাবা আমি তোমায় খুব ভালোবাসি।
পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা একটাও নেই। বাবা মানে বটবৃক্ষ, তিনি একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি, যিনি যেকোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে থাকেন, নির্ভরতা দেন। নিজের শত সমস্যা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন, সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। আপাতগম্ভীর খোলসের আড়ালে থাকে তাঁর অন্য রূপ। বাইরেরটা শক্ত খোলসে আটকে রাখেন আর ভেতরটা নরম নারকেলের মতো।
সন্তানের সংকটে তিনি নিভৃতে চোখের জল ফেলেন। আর সামনে দাঁড়ান বর্মের মতো।
করোনাকালেও সন্তানদের জন্য বাবাদের উৎকণ্ঠা অবিকল। সন্তানের জন্য বাবারা নিজ ভয়কে জয় করেছেন। অথচ বাবাদের কখনো বলা হয়ে ওঠে না, ‘বাবা, আমি তোমায় ভালোবাসি।
বাবা যেমনই হোন, তিনি তাঁর সন্তানের কাছে আদর্শ, জীবনযুদ্ধের সত্যিকারের নায়ক। তবে সন্তানেরা কিন্তু গুরুগম্ভীর বাবাকেও বাবাকে ঠিকই ভালোবাসে। হয়তো মুখ ফুটে বলতে পারে না।
বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না।
বাবার মস্তিষ্কে যে জিনিসটা সবচেয়ে বেশি খেলা করে সেটি হলো সন্তানদের প্রতিষ্ঠিত করে যাওয়া।
একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।
বাবা হচ্ছেন একজন সন্তানের পথপ্রদর্শক। প্রান ছাড়া একজন মানুষের দেহ যেমনিভাবে অচল। ঠিক তেমনি ভাবে একজন সন্তান তার বাস্তব জীবনের সকল পরিপূর্ণতা আনয়ন করে থাকে তার বাবার ভালোবাসার মাধ্যমে। যে ভালোবাসাটুকু পৃথিবীতে আর অন্য কোন মাধ্যমে পাওয়া সম্ভব নয়।
বাবা কে নিয়ে কবিতা।
যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা,
সেদিন টি আসবে ফিরে যায় কি তা আজ ভাবা ?
বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা-বলা,
সারাটি দিন কাটতো আমার জড়িয়ে তার গলা।
বাবার হাতেই হাতে খড়ি, প্রথম পড়া লেখা,
বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা।
আজকে বাবার চুল পেকেছে গ্রাস করেছে জড়া,
তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা।
বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি-আজো তাকে আগের মতোই অনেক ভালোবাসি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেনঃ তিন রকমের দোয়া নিঃসন্দেহে আল্লাহর নিকট কবুল হয়ে থাকে। মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতা মাতার দোয়া।
0 Comments