দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য।
মাফুজুর রহমান সাহান।
How are you? আপনি কেমন আছেন?
How is he? তিনি কেমন আছেন?
How is she? সে কেমন আছে? (মেয়েটি)
How is it? কেমন আছে ওটা?
Where are you going? তুমি কোথায় যাচ্ছো?
Who are you? তুমি/আপনি কে?
Who is he? সে কে?
Who is she? সে কে ? (মেয়েটি)
Who are you? আপনারা কারা ?
Who are they? ওরা কারা?
Are you coming? আপনি কি আসছেন?
Are you going? আপনি কি যাচ্ছে?
Is he coming? সে কি আসছে?
Is he going? সে কি যাচ্ছে?
Are you ready? আপনি কি তৈরী?
Did he come? সে, কি এলাে?
Did they come? তারা কি এলেন?
Am I right? ঠিক বলছি কি?
Are we right? আমরা ঠিক বলছি কি ?
Are you right? ঠিক বলছেন কি?
Is he right? সে ঠিক বলছে কি?
Are they right? তারা কি ঠিক বলছে?
certainly নিশ্চয়
all right আচ্ছা
all the same তা সত্ত্বেও
after all মোট কথা
as a matter of fact সত্যি বলতে
by all means সব প্রকারে
by the way যাইহোক
come along চলে আসুন
come and sit down এসে বসুন
come in এসো
do come in! এসো না
don't be long দেরী করো না
don't keep him waiting তাকে দাঁড় করিয়ে রাখবেন না
dear me! মা গো!
Can you tell me the time? কটা বাজে বলতে পারো?
first to the left বাঁ দিকে প্রথমে
for instance যেমন ধরুন
Here it is এই যে
Here you are এই পৌঁছে গেছেন
How do we go? কেমন করে যাব?
How will you go? কেমন করে যাবে?
How much? কতখানি?
hurryup জলদি
I beg your pardon ক্ষমা করবেন
I can't make up my mind স্থির করতে পারছি না
I'd rather not,thank you ইচ্ছা করছে না আমার, মাফ করবেন
I don't care কিছু এসে যায় না আমার
I don't care for it ভালাে লাগে না আমার।
I don't know জানি না আমি।
I don't like it very much এটা তেমন ভালাে লাগে না আমার
I don't understand বুঝতে পারছি না।
I hope so আশা করি
I hope not আশা করি না।
I'll make certain সঠিক জেনে নেব।
I'll tell you what বলব আপনাকে
I have to go যেতে হবে আমাকে
I have to do it করতে হবে আমাকে
do you have to go? যেতে কি হবে আপনাকে?
I ought to do it করা উচিত আমার
I ought to go যাওয়া উচিত আমার
I'll do it at once এখনই করব।
Stop him তাকে থামাও
Don't let him go যেতে দিও না তাকে
That's the man with whom I came - ওই লােকটার সঙ্গে এসেছিলাম
That's the man who brought me -ওই লােকটা নিয়ে এলাে আমাকে
he has to go তাকে যেতে হবে।
I'll think it over ভেবে দেখব।
I'm afraid so তাই হবে মনে হয়।
I'm afraid not না, তা হবে না
I'm very glad আমি খুব আনন্দিত
I'm very sorry আমি অত্যন্ত দুঃখিত।
I'm very much obliged to you - আপনার কাছে ঋণী আমি
I'm sure I don't know জানি না ত
I'm not surprised আশ্চৰ্য্য নই।
I must really go now এখনই যেতে হবে আমাকে
I must hurry তাড়াতাড়ি করতে হবে আমাকে
I say এই যে
I suppose so মনে ত হয়।
I suppose not বােধ হয় নয়।
I shan't be long দেরী করব না
I should think so বটে
if it suits you যদি আপনার সুবিধা হয়।
if you don't mind কিছু যদি মনে করেন।
if you please দয়া করে।
indeed? বটে? সত্যি?
in fact সত্যি বলতে গেলে
Is anything the matter? কিছু হয়েছে নাকি?
Is it all right ঠিক আছে ত?
it can't be helped উপায় নেই।
it doesn't matter কিছু এসে যায় না
it doesn't seem to be here এখানে আছে বলে মনে হয় না।
it isn't time yet সময় হয়নি এখনও
it looks like rain বৃষ্টি পড়বে মনে হয়
it's all gone ফুরিয়ে গেছে সব
it's all over শেষ হয়ে গেছে
it's getting late দেরী হয়ে যাচ্ছে
what কি?
what did you say? কি বললেন?
what is it? কি ব্যাপার?
what's it like? কি রকম?
what's that? কি হল?
what's the time? – কত বাজে?
what's the matter? কি হয়েছে?
hat's the matter with it? —এটার কি হয়েছে?
what's the matter with you? তোমার কি হয়েছে?
whats the weather like?– আবহাওয়া কি রকম?
what shall we do next? এর পরে কি করব?
which way? কোন দিকে?
why? কেন?
why not? কেন নয়?
why trouble? কেন কষ্ট করবে?
which one? কোনটা?
why, certainly বাহ! নিশ্চয়!
why, yes বাহ! হ্যাঁ!
why no, of course not না, নিশ্চয় নয়
won't you sit down? বসবেন না?
won't you wait? অপেক্ষা করবে না?
yes, it's all right হ্যাঁ, ঠিকই আছে।
yes, I think so হ্যাঁ, তাই মনে হয়।
yes, I see হ্যাঁ, বুঝেছি।
yes, I suppose so হ্যাঁ, মনে হয় তাই
it's no use কাজ নেই এতে
it's no trouble at all কোনাে অসুবিধা নেই
it's time to go যাবার সময় হল
This hasn't been done properly – এই কাজ ঠিক মতাে করা হয়নি।
She ought not to go তার যাওয়া উচিত নয়।
I spoke about him তার কথা বললাম
Did you see her? তার সঙ্গে কি দেখা হল?
Have you brought it? এনেছাে কি?
Is it easy to go there- সেখানে কি সহজে যাওয়া যায়?
the whole সব কিছু
some কিছু কিছু
most অধিকাংশ
some people কেউ কেউ
pardon মাপ করবেন।
perhaps হয়ত
perhaps so হয়ত তাই
perhaps no না বোধ হয়
please দয়া করে।
really? সত্যি
it's very good of you- আপনার অনুগ্রহ
just a minute, please দয়া করে একটু অপেক্ষা করুন
just as you like যেমনটা চান
just so ঠিকই
let me see দেখি তো
let's go চলো যাই
look here এদিকে দেখো
look out সাবধান।
May be - হয়ত
Mind - সাবধান
Never mind - থাক যাক গে
no, I don't mind - না, মনে করছি না
no, not a all - না একেবারে না
no, not in the least - না, একটুও না
no ,not yet - না , এখনো না
no,of course not - না , নিশ্চয় না
no, there's nothing the matter - না, কিছু হয়নি
now,now - এই যে
now, then - এই বার
Oh ! - ও, হ্যাঁ!
Oh father ! - উহ ! মুশকিল!
Oh , I see - উহ ! বুঝেছি!
Oh, no ! - উহ ! না!
Oh, don't trouble ! - ও! কষ্ট করবেন না!
Oh yes ! - ও হ্যাঁ
Oh yes , of course! - ও হ্যাঁ নিশ্চয়!
Once more, please - আর একবার দয়া করে!
One more, please - আর একটা দিন দয়া করে!
Shall I wait? - অপেক্ষা করব কি?
So it seems - তাই মনে হচ্ছে
Straight on - সামনে
Take care- সাবধানে
Terrible isn't it - বিশ্রী তাই না?
Thankyou- ধন্যবাদ
That depends - দেখতে হবে
That'll do - এতে চলবে
That'll suit me - আমার এতো চলবে
That'll suit me perfectly - আমার পক্ষে সেটা খুব ভালো
That's all - ঐ সব
That's better - ওটা বেশি ভালো
That's true - সেটা সত্যি
That's right - সেটা ঠিক
That won't do - ওতে চলবে না
There he goes - ঐ সে যাচ্ছে
There you are ! - এই যে আপনি!
This way, please - এই দিকে আসুন!
Very good - খুব ভালো
Very likely - খুব সম্ভবত
Very likely not - সম্ভবত নয়
Very well - বেশ
Very well and thank you - বেশ, ধন্যবাদ
Well ? - তার হলে? ভালো তো ?
Well, I am surprised - বাহ, অবাক হলাম
Well it's like this - ব্যাপারটা এই রকম
Well, now - তা হলে এবার
Well then - বেশ, তা হলে
Well , what about it? - তাহলে কি করা যাবে?
Well, well - বেশ বেশ
We've got heaps of time - অনেক সময় আছে
We've got plenty of time - যথেষ্ট সময় আছে
❑ Don’t dab. ➯ ঘষা দিও না।
❑ Don’t say a word. ➯ একটা কথাও বলবে না।
❑ Get a good phone for me. ➯ আমার জন্য একটা ভালো ফোন কিনো।
❑ Give me a fixed date. ➯ আমাকে নির্ধারিত তারিখ দাও।
❑ Give me some perfect solution. ➯ আমাকে সঠিক কিছু সমাধান দাও।
❑ Guess what I got for you? ➯ কি এনেছি বলতো?
❑ He stroked my hair. ➯ সে আমার চুলে হাত বুলিয়ে দিল।
❑ I can feel in my heart. ➯ আমি আমার হৃদয়ে অনুভব করতে পারি।
❑ I can’t stand you anymore. ➯ আমি তোমাকে আর সহ্য করতে পারছিনা।
❑ I don’t get myself involved in the hassle. ➯ আমি ওই ঝামেলায় নিজেকে জড়াইনি।
❑ I feel the same way. ➯ আমিও এইরকম ভাবি।
❑ I gotta go home now. ➯ আমাকে বাড়ীতে যেতে হবে এখন।
❑ I had a wonderful experience. ➯ চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল।
❑ I have grit in my eyes. ➯ আমার চোখে বালু গেছে।
❑ I repent what I have done. ➯ যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি।
❑ If anything happen I will be at the sharp end. ➯ যদি কিছু ঘটে আমি আটকে যাব।
❑ It’s a letdown for me. ➯ এটা আমার জন্য হতাশাজনক।
❑ Keep at it, you will win. ➯ এতে লেগে থাকো, তুমি উন্নতি করবে।
❑ Keep faith on me. ➯ আমার ওপর বিশ্বাস রাখো।
❑ Keep quiet. ➯ চুপ করো।
❑ Watch that! ➯ দেখ
0 Comments