"মা"
লেখক - মাফুজুর রহমান সাহান।
কলেজ লাইফে উঠেই আমি বাড়ি থেকে দূরে থাকা শুরু করি। প্রত্যেক শুক্রবার ছুটির দিনে বাড়িতে যেতাম। ছুটি ছাড়াও ইচ্ছে হলেই কলেজ শেষে বাড়ি যেতাম। মাত্র ১২ কিলো রাস্তা। ফলে প্রতি সপ্তাহেই দুয়েকদিন মা'র সঙ্গে দেখা হতো। কখনো মনে হয়নি মায়ের থেকে দূরে আছি।
ভার্সিটি লাইফে যখন উঠি তখন নিজ জন্মভূমি চরফ্যাশন থেকে ঢাকায় চলে এলাম,
তখনই বেশি করে অনুভব করতে লাগলাম মায়ের অভাব। প্রায়ই মন খারাপ হয়। রাত হলেই মায়ের কথা ভেবে চোখ ভিজে যায়।
মায়ের কণ্ঠস্বর শোনার জন্য আমি কী যে এক তৃষ্ণা নিয়ে অপেক্ষা করি।
ভার্সিটি লাইফে আজ প্রায় ১০ মাস,
এর মধ্যে যতবার বাড়ি গেছি,
ফেরার পথে মা হাঁটতে হাঁটতে কিছুদূর সঙ্গে আসতেন। যতোই বলতাম, মা বাড়িতে যান।
মা দাঁড়িয়ে থাকতেন। বলতেন, তুই আগে যা।
একটু পরপর পেছনে তাকাই।
দেখি মা তাকিয়ে আছেন।
হে মহান আল্লাহ তায়ালা আমার মা কে সবসময় সুস্থ রেখো এবং নেক হায়াত দান করো।
সবার জীবিত ও চলে যাওয়া সকল মাকে আল্লাহ ভালো রাখুন।
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।
0 Comments